শিশুপাচার কাণ্ডে এই মহিলার বুকে হাত দিয়ে বাঁধা দেওয়ায় কী হলো জানলে অবাক হবেন

শিশুপাচার-কাণ্ডে দলীয় নেতা তথা চিকিৎসক দিলীপ ঘোষ সিআইডি’র হাতে গ্রেফতার হওয়ার দিনই সল্টলেকে বিক্ষোভ দেখাল বিজেপি।
বুধবার ময়ূখ ভবনের সামনে সমাবেশ থেকে রাজ্যের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার পদত্যাগ দাবি করেন বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘‘ নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রীর শিশুদের প্রতি কোনও দয়ামায়া নেই। আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’’ তবে রাজনীতির কারবারিদের একাংশের মতে, শিশুপাচারের ঘটনায় দলীয় নেতা গ্রেফতার হওয়ায় বিজেপি’র অস্বস্তি বেড়েছে, সেই অস্বস্তি ‘ঢাকা’র জন্যই সম্ভবত এদিন দলের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। যদিও বিজেপি’র দাবি, এদিনের অনুষ্ঠান পূর্বঘোষিত। দিলীপের গ্রেফতারি প্রসঙ্গে লকেট বলেন, ‘‘ওঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।’’

বিজেপি সূত্রের খবর, বিষয়টি নিয়ে শীঘ্রই দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে আলোচনা হবে।

এদিন দুপুরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থাকলেও ময়ূখ ভবনের সামনেই বিজেপি’র মিছিল পুলিশ আটকে দিলে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ কম থাকায় প্রায় ৪০ জন বিজেপিকর্মী বিকাশ ভবনের মূল গেটের সামনে পৌঁছে যান। সেখানেই মন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। অতিরিক্ত পুলিশবাহিনী আসার আগেই বিজেপিকর্মীরা সেখান থেকে চলে যান।

প্রশ্ন উঠেছে, ময়ূখ ভবনের সামনে থেকে সেচ ভবন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকলেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না? প্রশ্নের উত্তর মেলেনি। বিধাননগর সিটি পুলিশের গোয়েন্দাপ্রধান সন্তোষ পাণ্ডে বলেন, ‘‘ওই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।’’



মন্তব্য চালু নেই