শিশুদের ঘরের কাজ বাধ্যতামূলক!

স্পেনে শিশুদের এখন থেকে লেখাপড়ার পাশাপাশি ঘরের কাজও করতে হবে। তাদেরকে পরিবারের কাজে বাধ্য করতে শীঘ্রই একটি আইন চালু করতে যাচ্ছে সে দেশের সরকার। ইতিমধ্যে খসড়া ওই আইনটি চূড়ান্ত করতে পার্লামেন্টে পেশ করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
আইনটিতে বলা হয়েছে, ১৮ বছরের নিচে সব শিশুদের জন্য পরিবারের সব ধরনের কাজে অংশগ্রহণ বাধ্যতামূলক। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে ঘরবাড়ির দেখভাল থেকে শুরু করে সংসারের সব ধরনের কাজে অংশ নিতে হবে।
এবিসি সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, ‘শিশুদের দায়িত্ব ও কর্তব্য’ শিরোনামের ওই আইনে বাবা-মা এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান দেখানোর কথাও উল্লেখ রয়েছে। পাশাপাশি তাদের লেখাপড়ার কাজেও মনোযোগী হতে হবে। তবে যেসব শিশুরা ঘরের কাজ করতে অনীহা দেখাবে তাদেরকে কী শাস্তি দেয়া হবে আইনে সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে পুরুষদের গৃহকাজে বাধ্য করতে স্পেনে আরো একটি আইন প্রবর্তন করা হয়েছিল। সেখানকার পুরুষদের বিয়ের সময়ই এ বিষয়ে মুচলেকা দিতে হয়। আইনানুযায়ী তাদের ঘরের সব ধরনের কাজ করার পাশাপাশি বাচ্চাদের এবং পরিবারের বয়স্ক সদস্যদের দেখভাল বাধ্যতামূলক করা হয়েছে।



মন্তব্য চালু নেই