শিশুদের গোবরে ফেলে সুস্বাস্থ্য কামনা!

গরুর মল অর্থাৎ গোবরে প্রচুর পরিমানে জীবাণু থাকে। আর সেই গোবরেই জোর করে ছুঁড়ে দেয়া হয় শিশুদের। একটাই আশা শিশুর সুস্বাস্থ্য কামনা।

ভারতের মধ্যপ্রদেশের বেতুলে গোবর্ধন পুজো উপলক্ষে বাচ্চাদের গোবর মাখানোর এ রীতি প্রচলিত। মূলত দীপাবলীর পরের দিন গোবর্ধন পুজা হয় সেখানে।

এছাড়া ভারতে ঝাবুয়াতেও দীপালবির পরদিন এক অদ্ভূত প্রথা রয়েছে। এখানে লোকজন গরুর পায়ের নিচে শুয়ে পড়ে। অন্ধবিশ্বাস রয়েছে, এমন করলে মনস্কামনা পূরণ হয়। দুর্ঘটনার চূড়ান্ত ঝুঁকি থাকা সত্ত্বেও আনন্দের সঙ্গেই সেখানে এ প্রথা পালন করা হয়।

অন্যদিকে হিমাচলপ্রদেশের সিমলার ধামি গ্রামে কালীপুজা ও দীপাবলি উপলক্ষে শতাব্দীপ্রাচীন রীতি মেনে প্রতিবারই বসে পাথর ছোড়ার মেলা। সেখানে ভিড় জমায় কয়েক হাজার মানুষ। দীপাবলির পরদিন রীতি মেনে একে অপরের দিকে পাথর ছোড়ে তারা। পাথর ছোড়াকে এখানে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক বলেই মনে করা হয়।



মন্তব্য চালু নেই