শিম্পাঞ্জির কাছে হার মানবে চেইন স্মোকারও

চিড়িয়াখানায় দর্শনার্থীদের চোখ কপালে, এ কোন আজব চিড়িয়া! জেমস বন্ডের কায়দায় সিগারেটে সুখটান দিচ্ছে শিম্পাঞ্জি।

ঘটনাটি ঘটেছে উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে নতুনভাবে তৈরি চিড়িয়াখানায়। সেখানে এক শিম্পাজিকে দেখা গেল বিন্দাসভাবে ধূমপান করতে।

এই ছবি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। এর সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চলতি বছরে গত জুলাইয়ে নতুনভাবে উদ্বোধন করা হয় পিয়ংইয়ংয়ের সেন্ট্রাল জু।

এই চিড়িয়াখানায় থাকা দু’টি শিম্পাঞ্জির মধ্যে ১৯ বছর বয়সী এক নারী শিম্পাঞ্জিকে দেখা যায় ধূমপান করতে। এটির নাম দালে। এই ছবি ভাইরাল হওয়ার পর প্রশ্নের মুখে পড়ে কর্তৃপক্ষ। কীভাবে সিগারেট ও লাইটার এল চিড়িয়াখানার ভেতর?

পরে জানা যায়, পর্যটকদের আকর্ষণ করতে লাইটার ও সিগারেট জুগিয়েছিল খোদ চিড়িয়াখানার প্রশিক্ষকই। লাইটার যদি না দেয়া হত, কীভাবে সিগারেট জ্বালিয়ে নিতে হয়, এই শিক্ষাও দেয়া হয়েছে শিম্পাঞ্জিকে।

তবে কর্তৃপক্ষের দাবি, শিম্পাঞ্জি কোনোভাবেই সিগারেটের ধোঁয়া শরীরের ভেতরে ঢোকাতে পারে না। শুধু শিম্পাঞ্জি নয়, চিড়িয়াখানায় থাকা বিভিন্ন পশু-পাখিকে বিভিন্ন রকম মজার প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সূত্র- আনন্দবাজার



মন্তব্য চালু নেই