শিবগঞ্জ জঙ্গি আস্তানায় থেমে থেমে গুলির শব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান ঈগল হান্ট আবার শুরু হয়েছে। বুধবার রাতে অভিযানের বিরতি শেষে বৃহস্পতিবার সোয়া ৯টায় অভিযান আবার শুরু হয়। ঘটনাস্থলে থাকা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আবদুর রব নাহিদ জানান, অভিযানস্থলে থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। এরইমধ্যে শতাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

এদিকে বুধবার রাতে স্থগিত হওয়া অভিযান বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান শুরু হয়নি। কাউন্টার টেরিরিজম ইউনিটের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অভিযান আবার শুরু হতে পারে।

জাহাঙ্গীর নামে ঘটনাস্থলের অদূরের এক বাড়ির মালিক জানান, বুধবার রাত ২টার পর থেকে তারা ৪-৫টি গুলির শব্দ শুনেছেন।

এদিকে অভিযানের প্রথম দিন বুধবার নারী পুলিশ না থাকায় অভিযানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারী পুলিশের একটি দল নিয়ে আসা হয়েছে। এছাড়াও রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের পরিবর্তে পুলিশের নতুন সদস্যদের মোতায়েনের কাজ করতে দেখা গেছে পুলিশের কর্মকর্তাদের। ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে একটি গুলির আওয়াজ পাওয়া গেছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে প্রথম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেন সোয়াটের উপকমিশনার প্রলয় কুমার জোয়াদ্দার।

গত বুধবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিট ও পুলিশ সদস্যরা। ঢাকা থেকে সোয়াট এসে সন্ধ্যায় অভিযান শুরু করে।
ওই জঙ্গি আস্তানায় স্বামী-স্ত্রীসহ তিনজন রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা।



মন্তব্য চালু নেই