ঢা.বি’র চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন

শিনজো আবের ঢাকা ত্যাগ

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ঢাকা ছেড়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় তিনি কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে সকাল সাড়ে নয়টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শনে যান।
রোববার সকাল সাড়ে ৯টায় তিনি চারুকলা ইনস্টিটিউটে পৌঁছুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক তাকে স্বাগত জানান।
উপ-উপাচার্য সহিদ আখতার হুসাইন (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
শিনজে আবে ৯টা ৩২ মিনিটে চারুকলা ইনস্টিটিউটে এসে পৌঁছান। তিনি ৯টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন। এসময় কয়েকটি ভাষ্কর্য ও জয়নাল গ্যালারিতে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দু’দিনের সফরে শনিবার ঢাকা আসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা ছাড়েন।



মন্তব্য চালু নেই