‘শিগগিরই বল করার ছাড়পত্র পাবে তাসকিন’

শুধু আরাফাত সানীর বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা খুব বেশি উচ্চবাচ্য করত না।

কিন্তু তাসকিন আহমেদকে নিষিদ্ধ করে শুধু বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে নয়, বিশ্ব ক্রিকেটে একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে আইসিসি।

বিষয়টি কেউ-ই মেনে নিতে পারছে না। কারণ, বৈধ কারণ ছাড়া আরাফাত সানীর পাশাপাশি তাসকিন আহমেদকেও নিষিদ্ধ করেছে আইসিসি। বিষয়টি নিয়ে বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইছে।

অনেক ক্রিকেট গ্রেটই তাসকিন আহমেদকে সাহস জুগিয়েছেন। এবার তাদের তালিকায় যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তাসকিনকে নিষিদ্ধ করায় তারও খারাপ লাগছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন শিগগিরই তাসকিন আইসিসির কাছ থেকে বল করার ছাড়পত্র পাবে।

সোমবার বিকেল ৪টা ৮ মিনিটে শোয়েব আখতার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তাসকিনের বিষয়ে লিখেন, ‘তাসকিনের জন্য খারাপ লাগছে। আমি আশা করছি শিগগিরই সে আইসিসির কাছ থেকে বল করার জন্য ছাড়পত্র পাবে। কারণ, সে বিশ্ব ক্রিকেটের সম্পদ।’



মন্তব্য চালু নেই