শিগগিরই আসছেন জন কেরি

শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

রোববার সকালে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জন কেরির সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

তবে কেরি কবে আসবেন তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসেছিলেন।

জঙ্গি মোকাবিলা বিষয়ক এক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনে যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কেরির সঙ্গে তার বৈঠক হয়। এ সময় বাংলাদেশে চলমান হরতাল-অবরোধে হতাহতের নিন্দা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এসব কোনোভাবে সহ্য করার নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি সব রাজনৈতিক দলের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও জানান জন কেরি।



মন্তব্য চালু নেই