শিক্ষিকাদের পোশাক যেমন হওয়া উচিত

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শুরু হয় শিক্ষিকাদের হাত ধরে। তাঁদের চালচালন, আচার-আচরণ উদ্বুদ্ধ করে ছাত্রছাত্রীদের। শিক্ষিকাদের পোশাক ও স্টাইল তাঁদের ব্যক্তিত্বের পরিচয় দেয়। তাই পোশাক বেছে নেওয়ার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে –

সম্মান: নিজের সম্মান নিজের কাছে। ব্যক্তিত্ব অনুযায়ী সম্মান পাবেন। ভারতবর্ষের বেশিরভাগ স্কুলে শিক্ষিকাদের জন্য প্রযোজ্য ড্রেস সালোয়ার কামিজ। শাড়ি পরতে চাইলে বেছে নিতে পারেন ব্লক প্রিন্টের সুতির শাড়ি।

বিশ্বাসযোগ্যতা: প্রত্যেক বাবা-মা স্কুল কর্তপক্ষের উপর অগাধ বিশ্বাস রাখেন। ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভরসা করেন শিক্ষিকাদের উপরও। এই কথাটি মাথায় রেখে বেছে নিতে হবে পোশাক।

গ্রহণযোগ্যতা: এমন কোনও পোশাক না পরাই ভালো যা অন্যের চোখে খারাপ লাগে। বয়সের পরিপ্রেক্ষিতে বেছে নিতে পারেন পোশাকের ধরন ও রং।

কর্তৃত্ব: পোশাক থেকে প্রকাশ পায় ব্যক্তিত্ব। প্রত্যেক শিক্ষিকারই ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। সেইমতো বাছতে হবে পোশাকও।



মন্তব্য চালু নেই