সাতক্ষীরায় শিক্ষা সম্মেলনে মীর মোস্তাক আহমেদ রবি এমপি

শিক্ষা শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

‘সুশিক্ষাই জাতীয় চেতনার ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো শিক্ষা সম্মেলন ২০১৫। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিক্ষা সম্মেলন প্রস্তুত কমিটি ২০১৫ এর আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুুত কমিটির আহবায়ক প্রভাষক মো: মনিরুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘শিক্ষা জাতির দর্পন স্বরুপ, শিক্ষা ছাড়া মানবসম্পদের উন্নয়ন ভাবা অবসম্ভব। বাঙালী জাতিকে সঠিক ফিরিয়ে আনতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ছাত্র-শিক্ষক ,অভিভাবক, সরকার, জনসাধারন সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

‘বিশেষ অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিষয়ের অধ্যাপক প্রফেসর ড. সাদেকুল আরেফিন, খুলনা বিএল কলেজের প্রাক্তণ অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান। সম্মেলন ‘শিক্ষার উন্নয়ন: শিক্ষার্থী শিক্ষক শিক্ষাদর্শন ও বিবিধ প্রসঙ্গ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক শুভ্র আহমেদ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিছুর রহিম, চাঁদপুর আর্দশ কলেজের প্রভাষক সালেহা আক্তার, প্রাবন্ধিক কবির রায়হান, জেলা বাকশিসের সভাপতি আব্দুর রহমান ।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব দিলিপ কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা সরকারী কলেজের উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদি, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, সদর উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবদীন, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, হাফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মকছুমুল হাকিম, আব্দুল ওহাব আজাদ, তৃপ্তি মোহন মল্লিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রশান্ত রায়।



মন্তব্য চালু নেই