শিক্ষা খাতের বাজেটে ১০.৫ মিলিয়ন ইউরো সহায়তা

বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষা খাতের উন্নয়নে ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার আর্থিক সহায়তা ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এটি আগামী অর্থবছরের শিক্ষা খাতের বাজেটের আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত।

ঢাকায় অবস্থিত ইইউ’র কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষা খাতের উন্নয়নে মোট ৫১ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার আর্থিক সহায়তা ঘোষণা দেয় সংস্থাটি। এর মধ্যে তৃতীয় কিস্তিতে বৃহস্পতিবার ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার আর্থিক সহায়তা ছাড় করা হলো।



মন্তব্য চালু নেই