শিক্ষার্থীদের সাথে এই বর্বরতার মানে কী?

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং পনুরায় পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তার ফেসবুকে তিনি লিখেছেন, নিরীহ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করে সরকার কি এটাই প্রমাণ করতে চাইছে যে, প্রশ্ন ফাঁসে সরকারের সংশ্লিষ্টতা আছে এবং ফাঁসকারীদের রক্ষায় সরকার বদ্ধ পরিকর?

প্রতিবাদ কারী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে ইমরান লিখেছেন, ভুল ভাবছেন! পুলিশ যাদের ধাওয়া দিচ্ছে, গ্রেফতার করছে, নির্যাতন করছে, তারা প্রশ্ন ফাঁসকারী নয়! এদের প্রথম অপরাধ, এরা এদেশের মেধাবী শিক্ষার্থী এবং ২য় অপরাধ, প্রশ্ন ফাঁস করে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত ধ্বংসের প্রতিবাদ করতে এরা রাস্তায় নেমেছে!

অপর আরেকটি ফেসবুক পোস্টে ইমরান লিখেছেন, শিক্ষার্থীদের সাথে এই বর্বরতার মানে কি? প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের জীবন ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকারও কি নেই এই দেশে?

পুলিশের ভুমিকার সমালোচনা করে ইমরান লিখেন, শান্তিপূর্ণ একটা প্রতিবাদে এই বর্বরতা কি পুলিশের সীমা লঙ্ঘন নয়?

rPA4BZtpkUNv hbVxwmTFDl8P



মন্তব্য চালু নেই