শিক্ষার্থীদের যৌন হয়রানি করায় ১২৬ শিক্ষক চাকুরিচ্যুত

স্কুলের শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে ১২৬ জন শিক্ষককে শোকজ করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। খবর ভারতীয় গণমাধ্যম।

কেনিয়ার দৈনিক নেশন এক খবর জানিয়েছে, শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে কেনিয়াতে এই প্রথম শিক্ষকদের নিষিদ্ধ করা হল। এর আগে শাস্তি হিসেবে অভিযুক্ত শিক্ষকদের শুধু বদলি বা চাকুরিচ্যুত করা হত।

দেশটির টিচার্স সার্ভিস কমিশন (টিএসসি)পর্ষদ জানিয়েছে, তারা আর কখনও শিক্ষকতা করতে পারবে না। টিএসসি’র প্রশাসনিক তদন্তের পর ওই শিক্ষকদের দোষী সাব্যস্ত করা হয়। অন্যদিকে, ঘটনায় কেনিয়ার চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি দোষী শিক্ষকদের জেলে পাঠানোর প্রতিবাদে সরব হয়েছে। যাতে ভবিষ্যতে আর কোনও শিশুকে তাদের নির্যাতনের শিকার হতে না হয়।

২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে করা অভিযোগের ভিত্তিতে টিএসসি এই সিদ্ধান্ত নেয়। এর আগে ২০১০ সালে মেয়ে শিশুদের যৌন হয়রানি করার অভিযোগে কেনিয়ায় এক হাজারের বেশি শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছিল বলেও খবরে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই