শিক্ষক হত্যা : রাবিতে আসছেন চার মন্ত্রী

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে আগামী ১৪ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু।

তিনি আরও জানান, আগামী ১৫ মে (রোববার) নাগরিক সমাজের আয়োজনে সংহতি ও মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে রোববার বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, রাবিতে সরকারের মন্ত্রী ও ১৪ দলের নেতারা আসছেন। আমরা আগে শুনবো এ শিক্ষক হত্যার বিষয়ে সরকারের পরিকল্পনা কী। এরপর আমরা আমাদের দাবির বিষয়টি তাদের কাছে তুলে ধরবো। তারা যদি আমাদেরকে আশস্ত করতে না পারে তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।



মন্তব্য চালু নেই