শাহরুখের চরিত্র নিয়ে কী বললেন তাঁর প্রাক্তন কর্মচারীরা?

বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তার ভক্ত। ভক্তদের কাছে শাহরুখই সেরা, তাঁর মতো ভাল আর কেউ নেই। কিন্তু শাহরুখের প্রাক্তন কর্মচারীদের চোখে শাহরুখ কেমন ছিলেন? ভাল না মন্দ? জি নিউজের বরাতে সেই গোপন খবর এখন সবার মুখে মুখে। বেশ কয়েকজন প্রাক্তন কর্মচারী বলেছেন শাহরুখের চরিত্র নিয়ে। চলুন জানা যাক-

প্রথমত, শাহরুখ খান ভদ্রলোক। নম্র ও বিনয়ীভাব রয়েছে তার মধ্যে। ফ্যানদের ভালোবাসা, ভালোলাগা, তাকে নিয়ে ফ্যানদের উন্মাদনা-সবটাই দারুণভাবে উপভোগ করেন তিনি। কখনও ফ্যানদের এড়িয়ে যান না।

দ্বিতীয়ত, বদান্যতায় শাহরুখ খান একজন উদাহরণ। সমাজ কর্মী হিসেবে শাহরুখ খান বিশেষ একটা প্রচারে আসেন না। তবে সমাজকল্যাণে শাহরুখ খানের একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট রয়েছে।

তৃতীয়ত, শাহরুখ খান মনে প্রাণে একজন ‘ফ্যামিলি ম্যান’। ভোজন রসিক একজন মানুষ। জীবনের প্রতি কিং খানের একটা রসাত্মবোধ আছে। রসিক ও বুদ্ধিমান মানুষের কম্বিনেশন রয়েছে বলিউডের তারকা হার্টথ্রবের মধ্যে। অবশ্যই আরও একটা কথা যোগ করতে হয়, শাহরুখ কঠোর পরিশ্রমী।

চতুর্থত, বন্ধুদের কাছে তিনি কখনই তারকা নন। আর এটা অবশ্যই জেনে রাখুন, ‘শাহরুখ ইস অলওয়েস লেট’।



মন্তব্য চালু নেই