শাহজালাল বিমানবন্দর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের বিশেষ অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শাহজালালের ৩টি টয়লেটে অভিযান শুরু হয়।

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে শুল্ক কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ বিমান অবতরণের পর অভিযান শুরু হয়। একটি টয়লেটে বাইরে থেকে স্বর্ণের বার সদৃশ দেখে সংশ্লিষ্টদের ডেকে ২ কেজি সাড়ে ৩শ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরে আরও একটি টয়লেট থেকে আরো স্বর্ণ জব্দ করা হয়।

আরও স্বর্ণ আছে সন্দেহে অভিযান চলছে। পাশের সবগুলো টয়লেটে অভিযান অব্যাহত রয়েছে ।

ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকক থেকে আসা ওই বিমানের কোনো যাত্রী স্বর্ণগুলো বের করতে না পেরে হয়তো টয়লেটে রেখে নিরাপদে চলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।



মন্তব্য চালু নেই