শাহজালাল বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে শুল্ক কর্তৃপক্ষ এগুলো উদ্ধার করে।

শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার (প্রিভেনটিভ) জানান, কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৩ নম্বর ফ্লাইটে শুক্রবার সকাল ৮টা ১৬ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল বিমানটিতে অভিযান চালিয়ে সিটের ভেতর থেকে সোনাগুলো জব্দ করে। যার ওজন প্রায় ১৪ কেজি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।



মন্তব্য চালু নেই