শাকিবের বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

দীর্ঘদিন আড়ালে ছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে বিয়ের সময় নাম পরিবর্তন করে হয়েছেন অপু ইসলাম খান।

শাকিব খানের সঙ্গে অপুর বিয়ে হয়েছে, তাদের ঘরে সন্তানও আছে- এমন সংবাদ এর আগে বহুবার হয়েছে। তবে প্রকাশ্যে এ নিয়ে এতদিন কেউ মুখ খোলেননি।

সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নিজের সন্তান নিয়ে হাজির হন অপু। জানান, গত বছরের সেপ্টেম্বরে কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। আর ৯ বছর আগে ২০০৮ সালে শাকিবের সঙ্গে অপুর বিয়ে হয়।

বিয়ে ও সন্তানের বিষয়টি স্বীকারও করেছেন শাকিব খান। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন নায়ক। শাকিব খান যুগান্তরকে বলেন, ‘সন্তানের দায়িত্ব নেব। তবে অপুর বিষয়টা ভেবে দেখব।’

শাকিব খানের এমন মন্তব্যে বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সরব। ফেসবুকে বিভিন্ন জন বিভিন্নভাবে ক্ষোভও প্রকাশ করতে থাকেন।

সিনিয়র সাংবাদিক কাজল ঘোষ বলেন, ‘মিডিয়ার সামনে বড় দায়িত্ব শাকিব খানকে খুঁজে বের করা। অপু বিশ্বাস শাকিবকে বিশ্বাস করে এতদিন চুপ ছিল এটা তার কথাতেই স্পষ্ট। কিন্তু শাকিব ছেলের দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে সন্তানের বাবা তিনি এটা স্বীকার করে অপুর দায়িত্ব নিতে অস্বীকার করার মধ্যে গলদ কোথায় প্রকাশ হওয়া দরকার।’

নাদিরা কিরন নামে আরেক সাংবাদিক লিখেছেন, ‘সে (শাকিব) অলরেডি বলেছে, ছেলের দায়িত্ব নেবে, অপুর নয়। ও যে বিয়ে গোপন করেছে। সন্তান ধারণ ও জন্ম দেয়ার সময়টিতে অপুকে মানসিক স্বস্তি দেয়নি এবং পুরো বিষয়টি গোপন রেখেছে। এজন্যই ওর শাস্তি হওয়া উচিত।’

মুহাম্মদ আবদুল্লাহ নামের একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘গাছের দায়িত্ব নেব না, ফলের দায়িত্ব আমার।’

নিপেন্দ্রনাথ রয় লেখেন, ‘যে স্বামী বা যে বাপ ক্যারিয়ারের স্বার্থে স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রেখে এতো বছর চালিয়ে দেয়, সে জাতির কুলাঙ্গার। মানুষ অভিনয় ভালোবাসে, পছন্দ করতে পারে; কিন্তু লুকোচুরি বা ছলনা নয়।’

রফিকুল ইসলাম রনি নামের একজন লেখেন, ‘আমি ভাগ্যবান কোনো সেলিব্রেটির ঘরে জন্ম হয়নি, হলে ‘আব্রাহাম খান’র মতো হতো। ধন্যবাদ আমার কৃষক পিতাকে জন্মের পরই কোলে তুলে নিয়েছিলেন…।’

আশা জাহিদ হোসাইন ইয়াসমিন লেখেন, ‘ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। পুরো বাংলাদেশকে চাচা-চাচী ও মামা-মামী বানিয়ে ফেলেছেন শাকিব-অপু দম্পতি।’

সজিব তৌহিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘চিত্রনায়ক শাকিব খান কারাগারে’ খুব শিগগিরই এমন সংবাদ শিরোনাম দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অহিদুর রহমান জয় লেখেন, ‘অপু বিশ্বাসদের বিশ্বাস- হ্যান্ডসাম নায়ক হলেই ভালো ছেলে হয়, ভালো স্বামী হয়। সকল অপু বিশ্বাসদের বলছি- আপনারা বিশ্বাসের ক্রাইটেরিয়া পরিবর্তন করুন।’

সাইদ ইকবাল নামের একজন লেখেন, ‘নাটক রে নাটক!!! সিনেমা রে সিনেমা…শাকিব খানকে অ্যাওয়ার্ড দেয়া উচিত। তবে এই অ্যাওয়ার্ড পর্দার অভিনয়ের জন্য নয়…।’



মন্তব্য চালু নেই