শাঁখ বাজানোর প্রয়োজনীয়তা কি? জেনে নিন এই অজানা রহস্য

এখনও সন্ধেবেলায় শাঁখ বাজানোর প্রথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে৷ এটা কি নিছক ধর্মীয় বিষয় না এর পিছনে কোনও বিজ্ঞানসম্মত কোনও কারণ আছে কি? এমন প্রশ্ন মাঝে মাঝেই উঠে থাকে৷ সেক্ষেত্রে বলা দরকার বিজ্ঞানীরা লক্ষ্য করেছে শাঁখের আওয়াজে বিভিন্ন ইনফেকটিভ ব্যাকটেরিয়া রোগ সংক্রমণ জীবাণু ধ্বংস হয়৷ ফলে সন্ধের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় অথবা বহুদূরে চলে যায়, ফলে এলাকাটি জীবাণু মুক্ত থাকে৷ এছাড়া শাঁখের আওয়াজ মশার উপদ্রব কমে যায়৷ তাছাড়া যিনি শাঁখ বাজান তাঁর হৃৎযন্ত্রটি সবল থাকে বলেও লক্ষ্য করা গিয়েছে৷ অর্থাৎ এটি নিছক প্রচলিত প্রথা হলে ধরে নেওয়া উচিত নয়৷



মন্তব্য চালু নেই