শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান (উত্তর) জোনের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৩ টায় রাউজান উপজেলাস্থ একেএম ফজলুল কবির চৌধুরী অডিটরিয়ামে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৪ বৃত্তি প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক কাজী মোঃ আবদুল্লাহ আল-রায়হানের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট এম আবু নাছের তালুকদার।

কাজী মোঃ শফীউল আজম ও ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ সৈয়দ মোঃ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ সৈয়দ মোঃ জসিম উদ্দীন তৈয়্যবী, কাজী মোঃ ফোরকান, মোঃ আলী রেজা, মোঃ মাহবুব মোর্শেদ। এতে প্রধান আলোচক ছিলেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আরিফ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসএম ইউসুফ আমীন, মোঃ ইউসুফ, বখতিয়ার হোসাইন, খ.ম জামাল উদ্দীন, আলহাজ্ব হাছান মাহমুদ, মিজানুর রহমান পলাশ, আরিফ উদ্দীন। এতে উপস্থিত ছিলেন, নাজিম উদ্দীন, মৌলানা গিয়াস উদ্দীন জিহাদী, এমদাদ হোসেন রাশেদ, সাখাওয়াত হোসাইন সুমন, আবু তৈয়ব, মমতাজ, মোরশেদ রেজা কাদেরী, নাছির, জিয়াউর রহমান অপু, মাঈনউদ্দীন, জমির, প্রমুখ।

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত হন, তাসফিয়া আলম তুসি, নাফিজা আকতার, কাজী ইসরান সোহানা, সাকিব উদ্দীন, তাসপিয়া মোরশেদ মাহি। উক্ত বৃত্তি পরীক্ষা অত্র উপজেলার উত্তর জোনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত হন।



মন্তব্য চালু নেই