শরীয়তপুর নড়িয়া পৌরসভা নির্বাচন: ৪ আগস্টের নির্বাচন ৭ আগস্ট

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর নড়িয়া পৌরসভার নির্বাচন ৪আগষ্ট হওয়ার কথা থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হবে ৭আগষ্ট। পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণা এখানে সেখানে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সারা বাংলাদেশে ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এ মাসেই। ২টি পৌরসভা নির্বাচন ৪আগষ্ট এবং ৮টি পৌরসভা নির্বাচন ৭আগষ্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪আগষ্ট ২টি পৌরসভার ১টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হন । তাই সারা বাংলাদেশে মিল রেখে নড়িয়া পৌরসভার নির্বাচন পিছিয়ে ৭আগষ্ট অনুষ্ঠিত হবে।

অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচন আর মাত্র কয়েকদিন দিন পরেই অনুষ্ঠিত হবে। নড়িয়া পৌরসভায় ভোট হচ্ছে আগামী ৭আগষ্ট । মেয়র পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রায়ত মেয়র হায়দার আলীর পুত্র কামরুল হাসান ও মাহমুদুল হাসান, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম বাবু রাড়ি, মো: সাইদুজ্জামান ও আক্তার হোসেন। আর ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন ১৭ হাজার ১শ ৬৬ জন ভোটার।

উল্লেখ্য, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করলে মেয়রের পদ শুন্য হয়ায় ৭আগষ্ট‘১৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ জানান, নড়িয়া পৌরসভা নির্বাচন ৪আগষ্ট হওয়ার কথা থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হবে ৭আগষ্ট। ৭আগষ্ট আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নড়িয়া পৌরসভার ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানালেন তিনি।



মন্তব্য চালু নেই