শরীয়তপুর জেলার বিএনপির কমিটি স্থাগিত

রাজিব হোসেন রাজন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে জেলা বিএনপির একাংশের আন্দোলনের তোপে পড়ে সম্মেলন পণ্ড হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেত্রীস্থানীয় নেতাদের কেন্দ্রীয় অফিসে ডাকা হয়েছে। আজ বুধবার এ ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে শফিকুর কিরনকে সভাপতি ও সরদার নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শরীয়তপুর জেলা বিএনপি একটি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন অপর একটি অংশ এ কমিটিকে মেনে নিতে পারেনি বিধায় শরীয়তপুরে বিএনপি দুইটি অংশে বিভক্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আজ সম্মেলনের তারিখ ঘোষণা করায় অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন বিএনপির অপর অংশ ৭ দিন আগে থেকেই নিজ নিজ মিটিং সমাবেশ অব্যাহত রাখেন। তার ফলশ্রুতিতে কেন্দ্রীয় কমিটি সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে আজ জেলা বিএনপির উভয় পক্ষের নেতাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে বসার কথা রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশে আমি ঢাকায় যাচ্ছি। দেখি কেন্দ্রীয়ভাবে কী সিদ্ধান্ত নেয়া হয়।

কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত দেয়া হবে সেটাই আমরা মেনে নিব।আশা করি কেন্দ্রীয় নেতারা সঠিক সিদ্ধান্তটাই দিবেন।



মন্তব্য চালু নেই