শরণার্থী সংকট: ক্যামেরুনকে টিউলিপের চিঠি

ইউরোপে চলমান শরণার্থী সংকট নিরসনে উদ্যোগ নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি লিখেছেন লেবার পার্টির এমপি এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি (বোনের মেয়ে) এবং লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ ও ব্রিটিশ পার্লামেন্টের অপর দুই এমপি কেইর স্ট্যার্মার ও ক্যাথেরিন ওয়েস্ট যৌথভাবে স্থানীয় সময় শুক্রবার ডেভিড ক্যামরনের কাছে এ চিঠি পাঠান।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শরণার্খী সংকট মোকাবেলায় আন্তর্জাতিকভাবে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের জন্য উদ্যোগী হতে চিঠিতে আহ্বান জানানো হয়েছে।

ওই চিঠিতে শরণার্থীদের নিয়ে যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের সমালোচনা করে বলা হয়েছে, তাদের এই অবস্থান সংকট আরও বাড়িয়ে তুলছে।

তুরস্ক উপকূলে মুখ থুবড়ে পড়ে থাকা এক সিরীয় শিশুর মৃতদেহের ছবি নিয়ে বিশ্বজুড়ে সংবাদপত্রে শিরোনাম হওয়ার বিষয়টির ইঙ্গিত করে চিঠিতে বলা হয়েছে, ‌“যুক্তরাজ্য সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন না করলে এটা ঘটতে থাকবে।”



মন্তব্য চালু নেই