শরণার্থী নেবেন না, প্রয়োজনে জরিমানা দেবেন ধনীরা!

সুইজারল্যান্ডের একটি গ্রামে ইউরোপের সেরা ধনীদের বাস। এই ধনী আবাসিক এলাকার মানুষরা সরকার থেকে নির্ধারিত শরণার্থীদের নিজেদের মধ্যে জায়গা না দেয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন। প্রয়োজনে ২ লাখ ইউরো বা এক কোটি ৭৫ লাখ টাকা জরিমানা দেবেন।

সুইজারল্যান্ডের ওবারউইল লিলি গ্রামের লোকসংখ্যা মাত্র ২ হাজার ২শ’ জন। এর মধ্যে ৩শই হচ্ছেন ইউরোপের সেরা কোটিপতি। সরকার থেকে ঐ গ্রামে ১০ জন শরণার্থীকে জায়গা দেয়ার কথা বললে, তারা রাজি হন নি।

ইউরোপভুক্ত দেশ হওয়ায় সুইস সরকারের উপর ৫০ হাজার শরণার্থীকে জায়গা দেয়ার ভার পড়েছে। দেশটির মোট ২৬টি কাউনটিতে শরণার্থীদের ভাগ করে দিচ্ছেন সরকার। কিন্তু ওবারউইল লিলি গ্রামের মানুষ ভোট দিয়ে মাত্র ১০ জন শরণার্থীকে গ্রহণ করতে অসম্মতি জানিয়েছে। গ্রামের ৫২ শতাংশ অধিবাসী শরণার্থীদের বিপক্ষে।



মন্তব্য চালু নেই