‘শরণার্থীরা ইউরোপকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে’

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস সতর্ক করে দিয়ে বলেছেন, শরণার্থী সংকট ইউরোপকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক চলাকালে বিবিসির সাংবাদিককে তিনি এ কথা বলেন।

ভালস বলেন, সিরিয়া ও ইরাকে যুদ্ধের ফলে যারা পালিয়ে আসছে তাদের সবাইকে ইউরোপ আশ্রয় দিতে পারবে না। এদের সবাইকে আশ্রয় দিতে গেলে ইউরোপের সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

গত বছর জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। শুক্রবার গ্রিসের একটি দ্বীপের কাছে নৌকা ডুবে ১৫ শরণার্থীর মৃত্যু হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, প্যারিস হামলার পর যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, চরমপন্থি ইসলামিক স্টেটের বিরুদ্ধে পূর্ণ ও বৈশ্বিক লড়াই শেষ না হওয়া পর্যন্ত এটি জারি থাকবে। তিনি একই সঙ্গে শরণার্থীদের ঢল ঠেকাতে ইউরোপের বহিঃসীমান্ত কড়াকড়ি আরোপ করা জরুরি বলে মন্তব্য করেন।



মন্তব্য চালু নেই