শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষে নাশকতারোধে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ। চেকপোস্ট, টহল ব্যবস্থা, সাদা পোশাকের নিরাপত্তা ও যেখানে জনসমাগম বেশি থাকবে সেখানেও জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। এ ছাড়াও এদিন কোনো প্রকার পটকা বা আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার সকালে ডিএমপির মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য রাজধানীজুড়ে তৈরি করা হয়েছে নিরাপত্তাবলয়। এ ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। জোরদার করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি।

এর আগে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এক সংবাদ বিবৃতিতে জানান, শনিবার ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রকার বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকাররক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি এটা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই