শপথ নিলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

বঙ্গভবনে নতুন ৫ মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হলেন আসাদুজ্জামান খান কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হলেন ইয়াফেস ওসমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রি হলেন নুরুল ইসলাম বিএসসি।

এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন- অভিনেতা থেকে সাংসদ হওয়া তারানা হালিম ও লালমনিরহাটের সাংসদ নুরুজ্জামান আহমেদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভায় রদবদলের আভাস ছিল। এ সরকারের প্রথম বর্ষপূর্তিতেই রদবদলের গুঞ্জন থাকলেও বিএনপি জোটের সরকার পতনের আন্দোলনে কারণে তা হয়নি বলে খবর রয়েছে।

হজ, নবী, প্রধানমন্ত্রীর ছেলে জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যে জেরে লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারানোর মধ্যে দিয়ে টানা দ্বিতীয় মেয়াদের হাসিনা সরকারের মন্ত্রিসভায় প্রথম বিয়োজন আসে। এরপর আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনে খন্দকার মোশাররফ হোসেনকে ওই মন্ত্রলায়ের দায়িত্ব দেয়া হয়।

মূলত এরপর থেকেই মন্ত্রিসভায় আরো রদবদলের গুঞ্জন ছড়াতে শুরু করে। স্বল্প সময়ের মধ্যে সেই গুঞ্জনই বাস্তব হলো আজকের শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে।



মন্তব্য চালু নেই