শতাধিক মানুষের ফ্রি চিকিৎসা সেবা

সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর চন্দনপুর ফ্রেন্ডস সার্কেল ২০০৪ আয়োজিত ওই ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রান্তিক গ্রাম্যঞ্চলের নিভৃত পল্লীতে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সীর নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা প্রদাণ করেন। চিকিৎসার পাশাপাশি চিকিৎসাপত্রের সাথে ফ্রি ঔষধও প্রদাণ করা হয়। রক্তের গ্রুপিংও করা হয় সম্পূর্ণ ফ্রিতে। এর আগে সকালে চিকিৎসা ক্যাম্পের সূচনা লগ্নে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দাণ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রফেসর আবু নসর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডা.রমজান আলী, প্রাক্তন প্রধান শিক্ষক রবিউল হোসেন, সহকারী অধ্যাপক রুস্তম আলী, ইউপি সচিব আশরাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন, চন্দনপুর ফ্রেন্ডস সার্কেল ’০৪’র সহ.সভাপতি বায়োজিদ হোসেন, ইসমাইল হোসেন, সা.সম্পাদক জাহিদ মোর্তজা লিংকন, সহ.সা.সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সহ.সাংগঠনিক সম্পাদক শাহীন আনছারী, প্রচার সম্পাদক তৌহিদুজ্জামান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিউল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান সাগর, সহ.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোয়ায়েব হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান সজল, সাংষ্কৃতিক সম্পাদক ইমরুল কায়সার, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহারাব হোসেন, সহ.শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর ফ্রেন্ডস সার্কেল ’০৪’র সভাপতি রেজা আরিফ চঞ্চল। চিকিৎসা প্রদাণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা.আসাদুজ্জামান, ডা.ঈসমাইল হোসেন ও ডা.শাহরিয়াল আল মামুন, মাগুরা সদর হাসপাতালের ডা.মমতাজ মজিদ, কলারোয়া হাসপাতালের ডা.আক্তারুজ্জামান, ডা.আসাদুল্যাহ গালিব, ডা.শফিকুল ইসলাম, ডা.নাঈম সিদ্দিকী, ডা.নূর মোহাম্মদ ও ডা.মাহবুবুর রহমান সান্টু।



মন্তব্য চালু নেই