শতভাগ পাস, ৪র্থ স্থানে ভিকারুন নিসা

ঢাকা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজে এবার এসএসসিতে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। তবে গতবারের চেয়ে এবার প্রতিষ্ঠানটি একধাপ পিছিয়ে ঢাকা বোর্ডের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির পরীক্ষায় অংশ নেওয়া ১৫০৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১২৯০ জন শিক্ষার্থী।

শনিবার প্রতিষ্ঠানটির সার্বিক ফলাফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন অধ্যক্ষ সুফিয়া খাতুন।

সুফিয়া খাতুন জানান, এবার এসএসসিতে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫০৩ জন, কিন্তু ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। সেই হিসাবে যারা পরীক্ষায় অংগ্রহণ করেছে তাদের সবাই পাস করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে ১২৭৬ জন, মানবিক বিভাগের ২০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

ফলাফল সম্পর্কে অধ্যক্ষ বলেন, ‘ফলাফল আরও ভাল হওয়ার দরকার ছিল, তবে আমি সন্তুষ্ট। কারণ রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার দীর্ঘসূত্রিতাও এমন ফলাফলের জন্য দায়ী।’

সার্বিক বিবেচনায় তার প্রতিষ্ঠান এবারও ভাল করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন।’



মন্তব্য চালু নেই