‘শঙ্খচিল’র ডাবিংয়ে ঢাকায় গৌতম ঘোষ

ওপার বাংলার প্রথিতযশা নির্মাতা গৌতম ঘোষ বাংলাদেশে এলেই মিডিয়ায় সরগরম উঠে। কিন্তু এবার অনেকটা নিভৃতেই বাংলাদেশে এসেছেন তিনি। ‘মনের মানুষ’ খ্যাত এই নির্মাতা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন ‘শঙ্খচিল’। মার্চে সিনেমাটির শুটিং শুরু করেছিলেন। সম্প্রতি শেষ হয়েছে এর দৃশ্যধারণ। এখন চলছে ডাবিং। ডাবিংয়ের কাজেই তার ঢাকায় আগমন। এসেছেন ১১ অক্টোবর। জানা গেছে, এ ক’দিন রাজধানীর গুলশানের সাউন্ডবক্স স্টুডিওতে ডাবিংয়ে অংশ নেন তিনি। কুসুম শিকদারসহ ‘শঙ্খচিল’র বাংলাদেশী শিল্পীরা ডাবিংয়ে অংশ নিয়েছেন। আজ ডাবিং শেষ হয়েছে। রাতের ফ্লাইটের কলকাতায় যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, ১৯৪৭ সালে অবিভক্ত ভারত-পাকিস্তান ভাগের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘শঙ্খচিল’। এতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ এবং বাংলাদেশী প্রতিভাবান অভিনয়শিল্পী কুসুম শিকদার। যৌথ পরিচালনায় এর আগে গৌতম ঘোষ ‘পদ্মা নদীর মাঝি’ এবং ‘মনের মানুষ’ দুটি চলচ্চিত্র পরিচালনা করেন।



মন্তব্য চালু নেই