শক্তিশালী প্রসেসর ও ব্যাটারির ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওমি শক্তিশালী প্রসেসরের ফোন বাজারে ছাড়লো। ফোনটির মডেল রেডমি নোট ৩। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে ব্যবহারা করা হয়েছে শক্তিশালী ব্যাটারি। ডিসপ্লের আয়তন ৫.৫ ইঞ্চি।

লঞ্চ করল তাদের নতুন ফোন রেডমি নোট ৩। ভারতের বাজারে এটিই প্রথম শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৫০ প্রোসেসর যুক্ত ফোন। এই ফোনের দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।

মেটাল বডিতে তৈরি এই ফোনে রয়েছে ৪০৫০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি। ফলে সম্পূর্ণ চার্জ দিলে পুরো একদিনের বেশি ফোনটি সচল থাকবে।

জিওমির এই ফোনটিতে ফিঙারপ্রিন্ট সেন্সর যুক্ত করেছে। রেডমি নোট ৩ এর ওজন ১৬৪ গ্রাম, ৮.৬৫ মিলিমিটার পাতলা। ফোনটি 5V/2A কুইক চার্জ টেকনোলজি সাপোর্ট করে। এতে অর্ধেক চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা। ৩ ঘন্টায় পুরো চার্জ হয়ে যায়।

ফোনটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। ছবির শক্তিশালী পোস্ট-প্রোসেসিংয়ের জন্য রয়েছে ডুয়াল আইপিএস।

এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটিতে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্পেস। অন্যটিতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্পেস।



মন্তব্য চালু নেই