লড়াই দুই ক্লাবের নয়, দুই দেশের

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও কলকাতা ইস্ট বেঙ্গল। শুক্রবারের ফাইনালের লড়াইটি দুই ক্লাবের নয়; বরং দুই দেশের- ম্যাচের আগের দিন এমনই ইঙ্গিত মিলছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মিডিয়া বক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দল চট্টগ্রাম আবাহনী ও কলকাতা ইস্ট বেঙ্গলের অধিনায়ক এবং দুই দলের কোচ।

চট্টগ্রাম আবাহনী ক্লাব লিমিটেডের অধিনায়ক জাহিদ হোসেন এমিলি বলেন, ‘সব ভালো তার, শেষ ভালো যার’- এই কথা মাথায় রেখেই আমরা শুক্রবার মাঠে নামবো। খেলা দুটি ক্লাবের হলেও আসলে এটি দুই দেশের লড়াই। দুই দলেই জাতীয় দলের খেলোয়ার আছে।’

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘১০ দিনে পাঁচটি ম্যাচ খেলা খুব কঠিন। এছাড়া আন্তর্জাতিক ফুটবল খেলার অভ্যাস আমাদের তেমন নাই। তবে ম্যাচ বাই ম্যাচ আমরা উন্নতি করেছি। প্রতিপক্ষ কঠিন হলেও আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় লাভ অসম্ভব নয়।’

কলকাতার ইস্ট বেঙ্গল কিং ফিশার ক্লাবের প্রধান কোচ বিশ্বজিত ভট্টাচার্য বলেন, ‘এটা আমাদের অস্তিত্বের লড়াই। আশা রাখুন, রেগুলার খেললে আরো ভালো করবো। আগের চাইতে এখন অনেকটাই ভালো করছে দল। যদিও কলকাতা ছাড়ার সময় প্রচুর প্রেসার (চাপ) ছিলো।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ইস্ট বেঙ্গলের এটি সেকেন্ড রের্কড। তবে প্রতিটি খেলার মাঝখানে আরো একটু গ্যাপ পাওয়া গেলে আরো ভালো হতো।’

চট্টগ্রাম আবাহনী ক্লাব লিমিটেডের প্রধান কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘আগামীকালের ফাইনাল আর চট্টগ্রামের বিষয় নয়, এটি এখন দেশের বিষয়। এই টুর্নামেন্ট চট্টগ্রামের ক্রীয়াজগতে হারানো অতীত ফিরিয়ে আনবে। চট্টগ্রামের দর্শকরা আগামীকাল আমাদের বিজয় দেখার জন্য আসবে।’

তিনি আরো বলেন, ‘সবার আগে সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছি, ফাইনালও নিশ্চিত করেছি। তাই আত্ববিশ্বাষের কোনো ঘাটতি নেই। খেলোয়াড়রা এখন শুধু আগামীকালের খেলা নিয়ে ভাবছে। আমাদের কিছু ঘাটতি আছে, তবে ট্যাম্পারামেন্টে আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। মানসিক শক্তি দিয়ে ঘাটতিটুকু পুষিয়ে নিতে হবে।’

কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের অধিনায়ক দীপক কুমার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ম্যাচটি যে সহজ হবে না সেটিও মানেন, ‘কালকের জন্য অপেক্ষা করছি। আগে যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে ফাইনালেও খেলে যাবো। তবে ম্যাচটি বেশ ডিফিকাল্ট হবে। লোকাল টিমের খেলোয়াড়রাও ভালো করছে, তবে আশা করছি আমাদের জয় হবে।’

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সদস্য সচিব ও চট্টগ্রাম আবাহনী ক্লাব লিমিটেডের সেক্রেটারি শামছুল হক চৌধুরী বলেন, ‘আগামীকালের (৩০ অক্টোবর) ফাইনাল ম্যাচ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অনুরোধেই এমনটা করা হচ্ছে। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। এএফসির নির্দেশনা থাকায় বড় ধরনের কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। তবে পুরস্কার বিতরণী শেষে আতশবাজির ফোয়ারায় রঙিন হয়ে উঠবে বন্দর নগরীর আকাশ।’



মন্তব্য চালু নেই