লোহাগড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, সেলিম শেখ (২৮) ও নিশান। আহতদের তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি। তবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হেসেন হিমু (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেনের (মোটরসাইকেল) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেলিম শেখ ও নিশান মারা গেছেন। এছাড়া অন্য আহতদের লোহাগড়া, কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকল্যাণ কালিয়া হাসপাতাল থেকে জানান, নিহতদেরর শরীরের বিভিন্নস্থানে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে নিশানের বাড়ি ভাটপাড়া গ্রামে।

উলেখ্য, ৪ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই