লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন

তানভীর আহম্মেদ : বর্তমান সরকারের যতো উন্নয়ন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন । কারণ ১৯৭১ এর পর থেকে ২০০৯ সালের আগপর্ষন্ত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিলো সর্বোচ্চ ৪৮০০ মেগাওয়াট। উৎপাদন হতো সর্বোচ্চ ৪৩০০থেকে ৪৫০০ মেগাওয়াট।কিন্তু বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আশার পরে আমাদের দেশ ১০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করে ।যা এই সরকারের একটি সবচেয়ে বড় সাফল্য ।যা একসময় আমাদের দেশের মানুষ কল্পনাও করতে পারেনি ।এতো বড়ো অর্জনের পরেও অতিরিক্ত লোডশেডিং এর কারণে সরকারের এই সাফল্য আজ প্রশ্নবিদ্ধ। চলতি বছরে ইরি মৌসুম ওঠার আগপর্ষন্ত বিদ্যুৎ ভালোই ছিলো ।কিন্তু যখনই ইরি চাষের জন্য বিদ্যুৎ এর প্রয়োজন শেষ হয়ে গেছে তখন থেকেই এই লোডশেডিং এর মাত্রা বৃদ্ধি পেয়েছি ।যার কারণে সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পরেছে এবং এইচ.এস.সি পরীক্ষার্থীদের পড়াশুনায় ব্যাপক ব্যাঘাত ঘটছে ।তাই জনগনের চাওয়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা করা হোক।



মন্তব্য চালু নেই