কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী

লোকবল সঙ্কটে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও লোকবল সঙ্কটে উপজেলাবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সুযোগ ও সরঞ্জামাদি থাকা সত্ত্বেও জনবল সঙ্কটে সেই সুযোগকে কাজে লাগাতে না পেরে সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ৩১ বেডের স্টাফ দিয়ে চলছে ৫০ বেডের এই হাসপাতালটি। সূত্র মতে জানা গেছে, বিগত ১৪ দলীয় জোট সরকারের সময়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের সময়ে সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হয়। সেই আলোকে এখানে নতুন ভবন নির্মান সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। উন্নয়ন করা হয় হাসপাতালের সেবার মান ও স্থাপন করা হয় বিভিন্ন আধুনিক সরঞ্জামাদী। এই হাসপাতালটির সেবার মান উন্নয়নে উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলাগুলোর অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন বলে জানা যায়। এছাড়া ১৪ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রভাইডার বহিঃ বিভাগীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সেবার মানের মধ্যে অন্যতম হচ্ছে টেলিমেডিসিন সেবা। এছাড়াও আছে আলট্রাসনো মেশিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আলট্রাসনো মেশিনটি লোকবলের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। আর মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাইরে থেকে আলট্রাসনো করতে সাধারন মানুষকে একদিকে যেমন অর্থদন্ড দিতে হচ্ছে ঠিক তেমনি সময়ের দন্ডও দিতে হচ্ছে। আবার ঠিক একই কারনে অর্থ্যাৎ লোকবলের অভাবে এক্সরে মেশিনটিরও কোন কাজ হচ্ছেনা। তবে হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট কালামউল্লাহ জানান, এখানে সিবিসি, হেমোগ্রোভিন, এইচবিএস এজি, ক্রেটিনাইন, বিলিরুবিন, ক্লোলেষ্টরল সহ প্রয়োজনীয় অনেক পরীক্ষা স্বল্পমূল্যে করার ব্যবস্থা আছে। হাসপাতাল সূত্র জানায়, এখানে চিকিৎসক সংকট না থাকলেও আছে সেবিকার অভাব। ১৮ জন সেবিকার স্থানে আছে ১০ জন। নিরাপত্তা প্রহরী ২ জনের স্থানে ১ জন ও ক্লিনার আছে ৮ জনের স্থানে ৪ জন। মালি ১ জনও নেই। হাসপাতালটিতে সাব সেন্টারের জন্য কোন চিকিৎসককে নিয়োগ দেয়া হয়নি বলে জানা গেছে। সূত্র মতে আরো জানা যায়, টেলিমেডিসিনে হাসপাতালটি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। টেলিমেডিসিনের আওতায় এক হাজার জনের বেশী রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া অপারেশনে বছরে ১২ শতের অধিক রোগীকে সেবা দেয়ার কারনে জেলার মধ্যে হাসপাতালটি প্রথম স্থান অধিকার করে আছে। হাসপাতালের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমানের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই হাসপাতালটি ইতিমধ্যে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় খুলনা বিভাগের মধ্যে তিন তিনবার প্রথম স্থান অধিকার করেছে। আর সেই পুরষ্কার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান জানান, সুবিধা বঞ্চিত মানুষকে সুচিকিৎসা দিতে হাসপাতালের চিকিৎকরা তৎপর। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে দিনের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির উন্নয়নে দক্ষ জনবল নিয়োগের কথা উল্লেখ করে তিনি সরকারের পাশাপাশি সাধারন মানুষকে হাসপাতালের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। তাই যাতে অবিলম্বে হাসপাতালটিতে দক্ষ জনবল নিয়োগদানের মাধ্যমে সাধারন মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্র্তৃপক্ষের উপজেলার সাধারন মানুষ সুদৃষ্টি কামনা করেছেন।



মন্তব্য চালু নেই