লেজার তাক করায় ফিরতি পথে বিমান

লন্ডন থেকে নিউইয়র্কগামী ভার্জিনিয়া আটলান্টিক এয়ারলাইন্সের একটি বিমানের দিকে লেজার (আলোকরশ্মি)তাক করায় ভয় পেয়ে বিমান ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছে পাইলট।

ভার্জিনিয়া আটলান্টিকের একজন মুখপাত্র জেমি ফ্রেসার বলেছেন, তাদের ০২৫ ফ্লাইটটি রবিবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রাকালে এ ঘটনা ঘটেছে।

বিমানের দিকে আলোকরশ্মি তাক করায় একজন পাইলট অসুস্থ বোধ করেন এবং শেষে উভয় পাইলট সিদ্ধান্ত নেন নিউইয়র্ক না গিয়ে হিথরোতে ফিরে যাওয়ার জন্য। অবশেষে ২৫২ জন যাত্রী এবং ১৫ জন ক্রু নিয়ে বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়।

তবে লেজার ঠিক কারা তাক করেছিল সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায় নি। লন্ডন পুলিশ ব্যাপারটা তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

২০১৫ সালের প্রথম অর্ধেকে হিথরোতে ৪৮টি লেজার ঘটনার রেকর্ড করা হয়েছে। লেজার তাক করলে পাইলটের দৃষ্টি ক্ষতিগ্রস্থ হয়, এমনকি সরাসরি চোখে গেলে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়।



মন্তব্য চালু নেই