লিভ-ইন রিলেশনশিপ কোনও অপরাধ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

লিভ-ইন সম্পর্কের পক্ষে জোরালো ভাবে মতামত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, লিভ-ইন রিলেশনশিপ কোনও অপরাধ নয়। আধুনিক সমাজে লিভ-ইন সম্পর্ক একটা সর্বগ্রাহ্য বিষয় হয়ে গিয়েছে। এটা কোনও অপরাধ নয়। বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র ও প্রফুল্ল সি পন্তের বেঞ্চ।

একজন জনপ্রতিনিধি লিভ-ইন সম্পর্কে জড়ালে, তাকে মানহানি হিসেবে গণ্য করা হবে কি না ? এ প্রসঙ্গে একটি শুনানির প্রেক্ষিতে এই মতামত জানিয়েছে শীর্ষ আদালত।

এ ছাড়াও জনপ্রতিনিধির লিভ-ইন সর্ম্পক প্রসঙ্গে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেছেন, জনপ্রতিনিধির ব্যক্তিগত বিষয়ে জনতার হস্তক্ষেপ করা উচিত না। কারণ এতে কোনও জনস্বার্থ সাধিত হয় না।

উল্লেখ্য, এর আগেও লিভ-ইন সম্পর্কে শিলমোহর দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, অবিবাহিত দম্পতি লিভ-ইন করলে, তাঁদের বিবাহিত হিসেবেই ধরা হবে। সেক্ষেত্রে পুরুষ সঙ্গীর মৃত্যু হলে, তাঁর লিভ-ইন পার্টনার এবং তাঁদের সন্তান তাঁর সম্পত্তির উত্তরসূরি হবে।



মন্তব্য চালু নেই