লিভার ক্ষতির চার লক্ষণ

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এটি ক্ষতিগ্রস্ত হলে শরীরের কার্যক্রম ব্যাহত হয়। হেপাটাইটিস বি, সি, মদ্যপান, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ইত্যাদি লিভারের জটিল রোগ।  প্রাথমিক কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে বোঝা যায় লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

লক্ষণ ১

অনেকেই প্রস্রাব ও পায়খানার প্রবাহ ও রং নিয়মিত লক্ষ করেন না। তবে বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত প্রস্রাব ও পায়খানার রং ও অবস্থা লক্ষ করা প্রয়োজন। কেননা এর পরিবর্তন বিভিন্ন লক্ষণের প্রকাশ করে।

যদি প্রস্রাবের রং গাঢ় ও ফেনাযুক্ত হয় এবং পায়খানা কিছুটা পাতলা ও ম্লান রঙের হয়, তাহলে লিভারে কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করুন। এগুলো লিভারের সমস্যার লক্ষণ।

লক্ষণ ২

অনেক অস্বাস্থ্যকর খাবার খেলে এসিড রিফ্লাক্সের ঘটনা ঘটে। তবে প্রায়ই যদি এসিড রিফ্লাক্সের ঘটনা ঘটে, তাহলে চিন্তিত হওয়ার কারণ আছে। পাশাপাশি যদি বমি বমি ভাব বা বমি হয়, তবে এটি লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।

লক্ষণ ৩

যদি অ্যালার্জি ও ত্বকের কোনো সমস্যা ছাড়াই প্রায়ই শরীরে চুলকানি হয়, এটি লিভারের সমস্যার লক্ষণ। এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।



মন্তব্য চালু নেই