লিবিয়ায় বিদেশি হস্তক্ষেপ প্রয়োজন: সিসি

মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসি লিবিয়ায় ইসলামিক স্টেট আগ্রাসন রোধে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ আহ্বান করেছেন। সোমবার লিবীয় সমুদ্র উপকূলে ২১ খ্রিস্ট ধর্মাবলম্বীকে নৃশংসভাবে হত্যার পর, তাদের অবস্থান লক্ষ্য করে বোমাহামলা পরিচালনার পর এ ভাষ্য উঠে আসে। তিনি মনে করছেন, ইসলামিক স্টেট বিশ্বশান্তির জন্যে বড় ধরনের হুমকি। আন্তর্জাতিক হস্তক্ষেপ আহ্বানের প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সঙ্গে ফোনালাপ করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী সামিহ শুকরিকে নিউ ইয়র্কে পাঠিয়েছেন সিসি, জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলাপনের জন্যে।

এদিকে যুক্তরাজ্যে কর্মরত মিশরীয় রাষ্ট্রদূত নাসের কামাল বলেছেন, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ইউরোপের জন্যে বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। কারণ, ইতালির সঙ্গে তার ঘনিষ্ট ভৌগলিক অবস্থান। লিবিয়ায় এ মুহূর্তে দুই মেরুর অন্তর্কোন্দলে অস্থিতিশীল রাজনৈতিক পট বিরাজ করছে। এর সূচনা ঘটেছিল ২০১১ সালে গাদ্দাফির পতনের পরপরই।

coptic christian woman



মন্তব্য চালু নেই