লাহোরে শিশু পার্কে আত্মঘাতী হামলায় নিহত ৫৩

পাকিস্তানের লাহোরের ইকবাল শহরের গুলশান-ই-ইকবাল পার্কে আজ রবিবার বিকালে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে।নিহতদের সংখ্যা বাড়তে পারে। শহরের এসপি ড. মোহাম্মদ ইকবাল জানান, একটি শিশু পার্কে আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।এলাকাটি লাহোরের একটি প্রসিদ্ধ আবাসিক এলাকা। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী।আজ বিকালে যখন বিস্ফোরণ ঘটে তখন পার্কটি শিশু ও মহিলাতে ঠাসা ছিল।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, পার্কের চারদিক রক্তের বন্যায় ভাসছে। যেদিকে তাকাই শুধু লাশ আর মানুষের শরীরের বিখণ্ডিত অংশ। আমরা আহতদের রিকশা এবং ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে গেছি। ইস্টার সানডে হওয়াতে মানুষের প্রচুর ভীড় ছিল পার্কে। রাস্তায়ও প্রচুর ট্রাফিক জ্যাম। পার্কটিতে প্রবেশের অনেকগুলো গেট রয়েছে। ঘটনার সময় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি অনেক কম ছিল।

একজন উদ্ধারকর্মী জানান, তারা সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ প্রথম জরুরি ফোন কল পান। এরপর পরই ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। শহরের সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘেরাও করে রেখেছে।



মন্তব্য চালু নেই