লাহোরে বোমা হামলায় সাতজন নিহত

পাকিস্তানে পাঞ্জাবের লাহোরে এক বোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে শহরের একটি বাণিজ্যিক এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

বিস্ফোরণে চারটি গাড়ি ও ১২ টি মোটরসাইকেল বিধ্বস্ত হয়। বিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে আশাপাশের ভবনের জানালা-দরজা ভেঙ্গে যায়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

পাঞ্জাবের আইন মন্ত্রী রানা সানউল্লাহ জানান, একটি নির্মাণাধীন ভবনের মধ্যে বোমাটি পেতে রাখা হয়েছিল। ওই ভবনে কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে সাম্প্রতিককালে বেশ কিছু হামলার ঘটনা ঘটে এবং এগুলোর দায় স্বীকার করে জঙ্গিরা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে শেহওয়ানে একটি মাজারে হামলায় ৯০ জন নিহত হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস।



মন্তব্য চালু নেই