লাল লিপস্টিক দিতে মনে রাখুন এই নিয়মগুলো

সারা বিশ্বে সৌন্দর্যের একটি আইকন হলো টকটকে লাল মোহনীয় ঠোঁট। যুগে যুগে বিখ্যাত সুন্দরীরা ঠোঁট রাঙিয়েছেন লাল লিপস্টিকে। সাধারণ একজন নারীর চেহারাতেও মুহূর্তেই অন্যরকম মাত্রা যোগ করতে পারে লাল লিপস্টিক। তবে লাল লিপস্টিক খুব শক্তিশালী একটি মেকআপ, এ কারণে লাল লিপস্টিক ব্যবহার করতে গেলে ছোট কিছু নিয়ম মেনে চলাই ভালো। লাল লিপস্টিকে ঠোঁট রাঙাতে মনে রাখুন এসব নিয়ম।

১) ঠোঁটকে প্রস্তুত করে নিন

গ্লসি লিপস্টিক দিন অথবা ম্যাট, প্রথমে ঠোঁটে ফাউন্ডেশন দিয়ে নিন। এটা প্রাইমারের কাজ করবে। আপনার লিপস্টিক সমানভাবে বসবে পুরো ঠোঁটে। ফাটা, শুকনো ঠোঁটে সরাসরি লিপস্টিক দিলে মোটেও ভালো লাগবে না।

২)ছড়ানো প্রতিরোধ করুন

লাল লিপস্টিক ছড়িয়ে গেলে ভীষণ বিব্রতকর অবস্থা হবে। এমন পরিস্থিতি এড়াতে আগে ঠোঁট এঁকে নিন লাইনার দিয়ে। লিপস্টিক দেবার পর ঠোঁটের আশেপাশে কনসিলার দিয়ে নিতে পারেন। এতে আরও ফুটে উঠবে লিপস্টিকের রঙ।

৩) বেশি লিপ গ্লস দেবেন না

শীতকালে অনেকেই লিপ গ্লস দিতে পছন্দ করেন কারণ এতে ঠোঁটের শুষ্কভাব ঢাকা পড়ে যায়। কিন্তু লিপস্টিকের ওপরে গ্লস দিলে ছড়িয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। গ্লস দিতে চাইলে নিচের ঠোঁটের মাঝে একটু দিতে পারেন। এতে ঠোঁট আরও টসটসে মনে হবে।

৪) বেশি লিপস্টিক তুলে ফেলুন

লিপস্টিক দেবার পর অতিরিক্ত যেটুকু আছে, সেটা ঠোঁটের মাঝে একটা টিস্যু চেপে সাবধানে শুষে নিন। এছাড়াও মুখের ভেতরে একটা আঙ্গুল ঢুকিয়ে সেটা ঠোঁটে চেপে বের করে ফেলতে পারেন। এতে দাঁতে লিপস্টিক লেগে যাবার সম্ভাবনাও কমে যাবে।

৫) বাকি মেকআপ

লাল লিপস্টিক দিলে অনেকেই চোখের মেকআপ সিম্পল রাখতে পছন্দ করেন, কারণ লাল লিপস্টিকের পাশাপাশি চোখেও জমকালো মেকআপ করলে বেশি উগ্র লাগে অনেক সময়ে। এ কারণে বাকি মেকআপ রাখুন সফট। তবে কোন উৎসব-অনুষ্ঠানে চোখেও বেশ মেকআপ করতে পারেন। এক্ষেত্রে ব্লাশ কম করে দিতে হবে।

৬) সাবধানতা

লাল লিপস্টিক আপনার পোশাকে লেগে গেলে কি অবস্থা হবে বলুন তো? অথবা পানি পান করতে গেলে যদি গ্লাসে লেগে যায়? এমন অবস্থা এড়াতে কোন কিছু পান করার সময়ে স্ট্র ব্যবহার করুন। আর পোশাক পরা এবং খোলার সময়ে ঠোঁট ভেতরের দিকে চেপে রাখুন। আর ব্যাগে রাখুন লাল লিপস্টিক, যাতে লিপস্টিক মুছে গেলেও আবার টাচ আপ করে নিতে পারেন।

৭) নিজের জন্য মানানসই লাল

সবার ত্বকের সাথে সব ধরণের টোন মানায় না। লালের মাঝেও অনেক টোন আছে। এ কারণে নিজের ত্বকের সাথে মানিয়ে যায় এমন টোনের লাল লিপস্টিক ব্যবহার করুন।



মন্তব্য চালু নেই