লালু, ভুলু, কালুদের নিয়ে হয়ে গেল এক অন্যরকম পিকনিক

রবিবারের পড়ন্ত বেলায় ছুটির দিন পাড়ার লালু, ভুলু, কালুদের চড়ুইভাতির নেমতন্নকে ঘিরে জলপাইগুড়ির ৭৩ মোড়ে সোরগোল পড়ে যায়। কষা মাংসের গন্ধে ইতি উতি ঘোরা ফেরাও আগে থেকেই শুরু করে লালু, ভুলুরা। পথ-কুকুরদের এই অসময়ের পিকনিকের আয়োজক ছিল স্থানীয় ব্যবসায়ীরা।

প্রথম ব্যাচে নিমন্ত্রিতদের সংখ্যা কম দেখে খানিকটা নিরাশ হয়েছিলেন আয়োজকরা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিমন্ত্রিতরা আসায় হাফ ছেড়ে বাঁচেন তাঁরা।

প্রতিদিনই জলপাইগুড়ি ৭৩ মোড় এলাকায় পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করেন স্থানীয় ব্যবসায়ী চয়ন রায়, অনিরুদ্ধ বণিক।

স্থানীয় বাসিন্দা কনক রায় বলেন বাড়িতে থাকা দামি কুকুরদের জন্য ভাল খাবারের ব্যবস্থা থাকে, কিন্তু পথ কুকুরদের জন্য কেউ কোন উদ্যোগ নেয় না। সে কারণেই তাঁরা কয়েকজন মিলে পথ কুকুরদের জন্য পিকনিকের আয়োজন করেছিলেন।

চার কেজি মুরগির মাংস ও তিন কেজি চালের ভাত রান্না করা হয়েছিল এই পিকনিকের জন্য।



মন্তব্য চালু নেই