লালমনিরহাটে বাল্য বিয়ের দায়ে বর ও কাজীসহ ৪ জনের কারাদন্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামে স্কুল ছাত্রীকে বিয়ে করতে এসে শ্রীঘরে গেলেন বর। তার সাথে রয়েছেন বরের বাবা, কনের বাবা আর বিয়ে পরাতে আসা মৌলভীও।

সোমবার ভোর রাতে LALMONIRHAT NEWS PC (1)ওই উপজেলা নিবার্হী কর্মকর্তা জহুরুল ইসলাম ভেলাবাড়ি গ্রামে একটি বিয়ের আসরে অভিযান চালিয়ে বর খলিলুর রহমান, বরের পিতা ইয়াছিন আলী, কনের পিতা শহিদ আলী ও বিয়ে পড়াতে আসা কর্ণপুর মোগলহাটের মৌলভী মোঃ রেজাউল করিমকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে বাল্য বিবাহ নিরোধ আইন, ১৯২৯ অনুযায়ী ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে তাদের কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। বরের বাড়ী ওই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে বলে জানা গেছে। কনে ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

আদিতমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই