লাদেনের হত্যার ঘটনা ফের টুইট করতে চায় সিআইএ

পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন আল-কায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন হত্যা মিশনের খবর এখনো টুইট করতে চায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

পাঁচ বছর আগে যেভাবে লাদেনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, ঠিক সেই দিনের মতো প্রতিমুহূর্তের খবর সরাসরি টুইটারে প্রকাশ চাচ্ছে গোয়েন্দা সংস্থাটি।

২০১১ সালের ২ মে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) ওসামা বিন লাদেন নিহত হন। মার্কিন কমান্ডোরা ২টি হেলিকপ্টারে করে তার বাসভবনে হামলা চালায়। ওই সময় হোয়াইট হাউজে বসে লাদেন হত্যা মিশন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখেছেন প্রেসিডেন্ট ওবামাসহ মার্কিন শীর্ষ কর্মকর্তারা।

লাদেন হত্যার পাঁচ বছর পূর্তি উপলক্ষে সিআইএ সেই হত্যা মিশনের খবর টুইটারে এমনভাবে প্রকাশ করতে চায় যেন সেটা আজই ঘটছে।

টুইটার বার্তায় সিআইএ বিষয়টি প্রকাশ করার পর সংস্থাটির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সিআইয়ের এ ভাবনাকে ‘অদ্ভূত ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছে। আবার অনেকে একে একেবারেই অপ্রয়োজীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন।



মন্তব্য চালু নেই