লাতিন আমেরিকায় এটিএস কে অধিগ্রহণ করল মাহিন্দ্রা কমভিভা

বিশ্বের অন্যতম শীর্ষ মবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা লাতিন আমেরিকায় তাদের কাজের পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি লাতিন আমেরিকার আরেক শীর্ষ প্রতিষ্ঠান অ্যাডভান্স টেকনোলজি সউিউশন’কে (এটিএস) অধিগ্রহণ করেছে। সেইসঙ্গে একক ব্রান্ড হিসেবে যাত্রা শুরু করেছে মাহিন্দ্রা কমভিভা। এখন থেকে সাধারণ ব্যবসায়িক লক্ষ্য পূরণে মাহিন্দ্রা কমভিভা লাতিন আমেরিকার সব দেশে কাজ করবে।

এসব দেশে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিভিন্ন চ্যানেলে সমতা আনতে সেবা দেবে মাহিন্দ্রা কমভিভা। এতে করে যেমন কোম্পানির অবস্থান আরো শক্তিশালী হবে সর্বোপরি গ্রাহকদের সঙ্গেও সম্পর্ক বাড়বে।

এ সম্পর্কে লাতিন আমেরিকায় মাহিন্দ্রা কমভিভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জর্জ ব্রুনফম্যান বলেন, এক হয়ে একক ব্রান্ডে কাজ করার মাধ্যমে আমরা গ্রাহকদের আরো দ্রুত ও দক্ষতার সঙ্গে সেবা নিশ্চিত করতে পারব। আগামী তিন বছরে এ অঞ্চল থেকে ৫০০ শতাংশ আয়ের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি।

লাতিন দেশগুলোতে নিজেদের নতুন পরিচয় সম্পর্কে কোম্পানির সিইও মনোরঞ্জন ‘মাও’ মহাপেত্রা জানান, এ অঞ্চলে কন্টেন্ট, কমার্স ও ডাটা স্পেসে মাহিন্দ্রা কমভিভাকে সবচেয়ে শক্তিশালী মবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। মাহিন্দ্রা কমভিভার সমৃদ্ধ অভিজ্ঞতা এ ক্ষেত্রে দারুণ কাজে দেবে।



মন্তব্য চালু নেই