লাকী আখন্দের দাফন শনিবার

কিংবদন্তী সঙ্গীত সৃষ্টা লাকী আখন্দকে শনিবার রাজধানীর আজিমপুর গোরস্তানে দাফন করা হবে। মৃত্যুর আগে তার সমাহিত স্থানের জায়গাটি নিজেই পরিবারকে জানিয়েছিলেন তিনি। জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন লাকী আখন্দের ভাতিজা রিফাত।

তিনি বলেন, আজিমপুর গোরস্তানে সমাহিত করার আগে বেলা ১১ টায় চাচ্চুর (লাকী আখন্দ) জানাজা অনুষ্ঠিত হবে তার বাসা সংলগ্ন আরমানিটোলা মাঠে। এরপর তাকে দাফন করা হবে আজিমপুরে।

উল্লেখ্য, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত লাকী আখন্দ শুক্রবার (২১ এপ্রিল) মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।



মন্তব্য চালু নেই