লাওস হামলায় ২ চীনা নিহত

লাওসে বোমা হামলায় চীনের দুই নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।

রোববার সকালে লাওসের জাইসোম্বোউন প্রদেশে এক বোমা হামলায় তারা নিহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে বেইজিং।

চীন বিগত কয়েক বছর ধরে তার মিত্র কমিউনিস্ট রাষ্ট্র লাওসে অর্থ বিনিয়োগ করছে। ২০১৪ সালে চীন লাওসের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশে পরিণত হয়।

সিনহুয়া জানিয়েছে, রোববার সকালে নিহতদের মৃতদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তারা লাওসের পার্বত্যাঞ্চলে একটি চীনা খনি কোম্পানিতে কাজ করতেন। আহত ব্যক্তিটি ওই দুইজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার নাম ঝউ। তাকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় নিহত দুইজনের নাম জানা যায়নি।

ওই হামলার পর চীনা দূতাবাস দেশটির নাগরিক ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য লাওস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বিশেষ দূতের লাওস সফর করার কথা রয়েছে বলে সিনহুয়া জানিয়েছে।



মন্তব্য চালু নেই