লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনে কাটা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল, (মৌলভীবাজার) থেকে : প্রসঙ্গগত: ১২ জুলাই মঙ্গলবার অানুমানিক সময় দপুর ১.০০ ঘটিকার সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তির বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ভোজপুর গ্রামে। তাহার নাম নারায়ণ গোস্বামী (৩৫), পিতা- মৃত নিত্যরঞ্জন গোস্বামী, পোঃ সাতগাঁও বলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার জি,অার,পি, কর্মকর্তা এস আই নিরঞ্জন পাল (তদন্ত) বলেন, প্রথমে লাশের ছবি দিয়ে পরিচয় জানার চেষ্টা করা হলেও মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাঁর পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসে তাঁর শার্ট ও জিনসের প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন।



মন্তব্য চালু নেই