লাইফ সাপোর্টে চাষী নজরুল ইসলাম

নির্মাতা চাষী নজরুল ইসলাম লাইফ সাপোর্টে বেঁচে আছেন। ১০ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

এর আগে ৭ জানুয়ারি তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিইউ] এ নিয়ে যাওয়া হয়েছিল। এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু ১০ জানুয়ারি সকালে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে কৃত্তিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন ল্যাব এইড হাসপাতালের হাসপাতাল কো-অডিনেটর ডা: আলি আবরা।

তিনি আরো বলেন, ‘আজ [১০ জানুয়ারি] সকাল থেকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাকে লাইফ সাপোর্ট ছাড়া বাঁচানোর উপায় ছিল না। তাই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। এখন আমরা বলতে পারছি না কি হয়। সকলকে তার জন্য দোয়া করতে বলবো’

এদিকে চাষী নজরুল ইসলামের পরিবারও তার জন্য দোয়া চেয়েছেন।

বলে রাখা ভালো, দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে ভুগছেন নির্মাতা চাষী নজরুল ইসলাম।



মন্তব্য চালু নেই